জিজ্ঞাসা–১৫৬২: চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ নাকি হারাম?–নাম প্রকাশে অনিচ্ছুক।
জবাব: চাচাতো ভাইয়ের মেয়ে মাহরামের অন্তর্ভুক্ত নয়। সুতরাং তাকে বিয়ে করা নিষেধ নয়। আল্লাহ তাআলা বলেন,
وَأُحِلَّ لَكُم مَّا وَرَاءَ ذَٰلِكُمْ أَن تَبْتَغُوا بِأَمْوَالِكُم
তোমাদের জন্য নিষিদ্ধ নারীদের ছাড়া অন্যান্য সকল নারীদেরকে মোহরের অর্থের বদলে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হয়েছে। (সূরা নিসা ২৪)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন