জিজ্ঞাসা–৭১১: Assalamu alaykumযদি কেউ মৃত্যুর আগে বলে যায় যে তার ছেলের সাথে অমুক মেয়ের যেনো বিয়ে হয়। কিন্তু কোনো কারণে যদি মেয়েটা ঐ ছেলেকে বিয়ে না করতে চায় এবং অন্য জায়গায় বিয়ে তার বিয়ে হয়ে যায় তাহলে কী ঐ মৃত মানুষটির আত্মা কষ্ট পাবে?– Runa
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
না। এর কারণে মৃত মানুষটির আত্মা কষ্ট পাবে না। কেননা, বর-কনে একে অপরকে পছন্দ করা শরীআত অনুমোদিত একটি প্রয়োজন। এই প্রয়োজন ইসলামে স্বীকৃত। সুতরাং মেয়ের ইখতিয়ার আছে উক্ত ছেলেকে যৌক্তিক কারণে প্রত্যাখ্যান করা। তাছাড়া হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَمَلُهُ কোনো মানুষ মারা গেলে তার সকল আমল বন্ধ হয়ে যায়…। (তিরমিযী ১৩৭৬)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী
মাওলানা উমায়ের কোব্বাদী