জিজ্ঞাসা–৫৭২: ছেলেদের চুল রাখার, কুরআন এর মিমাংসা কি?- মোঃ মিনহাজ।
জবাব: প্রিয় প্রশ্নকারী ভাই, ইসলামের মূল দলিল হচ্ছে- কোরআন এবং রাসূলুল্লাহ ﷺ-এর হাদিস বা সুন্নাহ। সুন্নাহ অনুসরণের নির্দেশ কোরআন মজিদের বহু আয়াতে এসেছে। যেমন, আল্লাহ তাআলা বলেন,
وَمَآ ءَاتَىٰكُمُ ٱلرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَىٰكُمۡ عَنۡهُ فَٱنتَهُواْۚ وَٱتَّقُواْ ٱللَّهَۖ إِنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ
রাসূল তোমাদেরকে যা দেয়, তা তোমরা গ্রহণ কর এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে, তা থেকে বিরত থাক এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর; নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর। (সূরা আল-হাশর ৭)
আর পুরুষের চুল রাখার সুন্নাহসম্মত পদ্ধতি কী- এ সম্পর্কে ‘আলহামদুলিল্লাহ’ আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। জানার জন্য পড়ুন, জিজ্ঞাসা নং–৮০।
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী