টাখনুর নীচে কাপড় পরিধান করা কতটুকু অপরাধ?

জিজ্ঞাসা–১৬৮: টাখনুর নীচে প্যান্ট বা পায়জামা পরিধান করা কতটুকু অপরাধ?– Rofiqul Islam

জবাব: পুরুষের জন্য টাখনুর নীচে কাপড় পরিধান করা হারাম। অথচ মানুষ এটাকে লঘু মনে করে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ- الْمُسْبِلُ (وفي رواية إزاره) وَالْمَنَّانُ [وفى رواية : اَلَّذِىْ لاَ يُعْطِىْ شَيْئًا إِلاَّ مِنْهُ] وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ

‘তিন প্রকার লোকের সাথে আল্লাহ কেয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না; বরং তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। তারা হ’ল- টাখনুর নীচে কাপড় (অন্য বর্ণনায় লুঙ্গী) পরিধানকারী, খোঁটাদানকারী (অন্য বর্ণনায় এসেছে, যে খোঁটা না দিয়ে কোন কিছু দান করে না) ও মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয়কারী’।(মুসলিম হা/১০৬; মিশকাত হা/২৭৯৫)

উল্লেখ্য, স্ত্রীলোকদের জন্য পায়ের সতরের সুবিধার্থে টাখনুর নীচে কাপড় ঝুলিয়ে দেবার অবকাশ আছে। কেননা বাতাস বা অন্য কোন কারণে সতর খোলার ভয় থাকলে অতিরিক্ত কাপড়ে তা বহুলাংশে রোধ হবে।

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + six =