জিজ্ঞাসা–১৮৬৬: আসসালামু আলাইকুম। আমি একটা সরকারি মন্ত্রনালয়ের অধীনে ডাটা কালেকশনের কাজ করেছি। ডাটা কালেকশনের সময় কিছু মানুষ বাদ পড়ে যায়। মানুষগুলি বাদ পড়ার কারণে কি আমার গুনাহ হবে? আর গুনাহ হলে আমি এ থেকে কিভাবে মুক্তি পাব? উল্লেখ্য বর্তমানে আমি ওই মন্ত্রণালয়ের অধীনে কাজ করি না। আর ওইখানের কাজও কমপ্লিট হয়ে গেছে। নতুন কোন মানুষ কে তালিকাভুক্ত করতেছে না।–Johora
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
প্রিয় বোন, আপনি ডাটা কালেকশনের যে কাজ করেছেন, তা যদি যতদূর সম্ভব সঠিকভাবে করেন এবং এভাবে আপনি আপনার সাধ্যের আওতাধীন অংশ সম্পন্ন করতে পারতে পারেন, তাহলে অবশিষ্টাংশ যা আপনার সাধ্যের বাইরে তার ব্যাপারে আশা করা যায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কেননা, আল্লাহ তাআলা বলেছেন,
لاَ يُكَلِّفُ اللّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا
আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না। (সুরা বাকারা ২৮৬)