তারাবির নামাজ কি রোজার সাক্ষী?

জিজ্ঞাসা–৭৮৪: তারাবির নামাজ কি রোজার সাক্ষী? এমনটি অনেকেই বলে থাকেন। তাই জিজ্ঞাসা করলাম।–IbrahimIslam 

জবাব: তারাবির নামাজ রাসুলুল্লাহ  এর সুন্নাত। রমজান মাসের অন্যতম আমল ও বৈশিষ্ট্য। রাসুলুল্লাহ  বলেছেন,

مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

যে ব্যক্তি ইমানের সঙ্গে সাওয়াবের আশায় রমজানে তারাবির নামাজ আদায় করবে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। (বুখারী ৭৫৯)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eleven =