জিজ্ঞাসা–৭৯৮: তারাবির নামাজ পড়ার সময় ঘুম আসলে কি নামাজ ভেঙে যাবে?– Mohammad Mushfiqur Rahman
জবাব: যে কোনো ঘুমে অযু বা নামাজ ভাঙ্গে না। বরং চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমালে অযু ভাঙ্গে। এর দলিল হল, ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত। রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
সিজদা অবস্থায় ঘুমালে অজু ভঙ্গ হয় না, তবে চিৎ হয়ে শুয়ে পড়লে ভেঙ্গে যাবে, কেননা চিৎ বা কাৎ হয়ে শুয়ে পড়লে শরীর ঢিলে হয়ে যায়। [ফলে বাতকর্ম হয়ে যাবার সম্ভাবনা রয়েছে] (মুসনাদে আহমাদ ২৩১৫ আবু দাউদ ২০২)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী