থুথুর পানি গিলে ফেললে রোজা ভাঙ্গবে কি?

জিজ্ঞাসা–১৩৯৫: অযুর পর কিছু পানি যা লালার সাথে মিশে থুথুর সৃষ্টি হয়, ঐ পানি গিললে রোজা নষ্ট হবে কিনা?–মাহি।

জবাব: কোন ব্যক্তি কুলি করে পানি ফেলে দিলো। শুধু কিছুটা আর্দ্রতা মুখে অবশিষ্ট রয়ে গেলো, থুথুর সাথে তা গিলে ফেলল; এর জন্য তার রোজা ভাঙ্গবে না। (রদ্দুল মুহতার, খন্ড-৩য়, পৃ-৩৬৭)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =