জিজ্ঞাসা–১৩৭৭: আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রশ্ন: দাঁতের ফাঁক থেকে যে রক্ত বের হয় সেটা কি রোজা নষ্ট করবে? সেটা যদি অপর ব্যক্তির কারণে বের হয় অর্থাৎ অপর কোন ব্যক্তি কর্তৃক আঘাতের কারণে বের হয়; সে ক্ষেত্রে? বিষয়টি আমাকে ইমেইলের মাধ্যমে জানালে খুশি হবো। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দিন।–মোহাম্মদ আলী হোছাইন।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
দাঁতের ফাঁক দিয়ে যে রক্ত বের হয় সেটা রোজা নষ্ট করবে না। সে রক্ত কোন কারণ ছাড়া বের হোক অথবা কোন মানুষের আঘাতের কারণে বের হোক। তবে রোজাদারের জন্য ইচ্ছাকৃতভাবে এ রক্ত গিলে ফেলা হারাম; গিলে ফেললে রোজা নষ্ট হবে।
হাদিস শরিফে এসেছে, আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত, নবী করিম ﷺ হজের জন্য ইহরাম বাঁধা অবস্থায় শরীর থেকে শিঙ্গার মাধ্যমে রক্ত বের করেছেন এবং রোজা অবস্থায়ও শরীর থেকে শিঙ্গার মাধ্যমে রক্ত বের করেছেন। (বুখারী ১৯৩৯ মুসলিম ১২০২)
আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. বলেন,
إِنَّمَا الْفِطْرُ مِمَّا دَخَلَ ، وَلَيْسَ مِمَّا خَرَجَ
রোজা প্রবেশ করা দ্বারা ভাঙ্গে; বের হওয়া দ্বারা নয়। (মুসান্নাফ ইবন আবী শায়বা ২/৩০৮)
শায়েখ উমায়ের কোব্বাদী