জিজ্ঞাসা–৯৬৬: দুই সিজদার মাঝের দোয়া না পড়লে কি নামাজ হবে?–নুর আলম।
জবাব: দুই সিজদার মাঝখানে জলসা বা বৈঠকে নিম্নোক্ত দোয়া পড়া মুসতাহাব। না পড়লে নামাজের কোনো ক্ষতি হয় না।
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ، ﻭَﺍﺭْﺣَﻤْﻨِﻲ، ﻭَﺍﺟْﺒُﺮْﻧِﻲ، ﻭَﺍﻫْﺪِﻧِﻲ، ﻭَﺍﺭْﺯُﻗْﻨِﻲ
অর্থঃ ইয়া আল্লাহ! আমাকে মাফ করে দিন, আমার প্রতি রহম করুন, আমার অবস্থা দূরস্ত করে দিন, আমাকে হেদায়েত দিন এবং আমাকে রিজিক দান করুন। (তিরমিযি ১/৩৮)
والله اعلم بالصواب