জিজ্ঞাসা–১৬১: হযরত আমার প্রশ্ন হলো, কোন নাপাক জামা ধোয়ার সময় যদি নাপাক কাপড়ের পানি আমার পরিধানে থাকা পবিত্র জামাতে লেগে যায় তবে কি ওই পাক কাপড়টাও নাপাক হয়ে যাবে ?— মো আব্দুল কাদির।
জবাব: যে সমস্ত কাপড় সম্পর্কে দৃঢ়ভাবে জানা যায় যে, কাপড়টি নাপাক। তবে ঐ কাপড় ধৌত করার সময়ের সাধারণ পানি বা সাবানের পানি মিশ্রিত ছিটাগুলোও নাপাক হবে। তাই যে সমস্ত জায়গায় উক্ত পানি লাগবে বা পানির ছিটা পড়বে, ঐ সমস্ত জায়গা অবশ্যই ধৌত করে নিতে হবে। কারণ, অল্প পানির মধ্যে নাপাক পতিত বা মিশ্রিত হওয়ার দ্বারা পানি নাপাক হয়ে যায়। কিন্তু উক্ত পানির ছিটার কারণে সমস্ত শরীর বা পুরা কাপড় নাপাক হবে না। (ফাতাওয়া মাহমূদিয়া: ৭/১৮,১৯,২৩)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
ফরজ গোসলে অযু করার পর পুনরায় কুলি এবং নাকে পানি দেওয়া লাগবে কি?
লাগবে না।
আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ হযরত আমার প্রশ্ন হচ্ছে আমরা যখন দেশের বাহিরে অমুসলিম দেশে সফরে যাই তখন দেখতে পাই বিভিন্ন হোটেল ও রেষ্টুরেন্ট এর টয়লেটের কোমড কেবলার দিকে মুখ করে বসানো সেক্ষেত্রে তখন টয়লেট করার পদ্ধতি কি