নামাজ বেহেশতের চাবি; এটি কি জাল হাদিস?

জিজ্ঞাসা–১০৮৮:আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। শায়েখ, গত কিছুদিন আগে ইউটিউবে দেখলাম জনৈক বক্তা বললেন, “সালাত জান্নাতের চাবি” এটি জাল হাদিস। এই বক্তব্যের সত্যতা আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ।–মাহমুদ।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

নামাজ জান্নাতের চাবি; এটি হাদিসের প্রথমাংশ। সম্পূর্ণ হাদিসটির মূল পাঠ এই–

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ : مِفْتَاحُ الْجَنَّةِ الصَّلَاةُ ، وَمِفْتَاحُ الصَّلَاةِ الْوُضُوء

জাবির ইবনু আব্দুল্লাহ রাযি. বলেন, রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতের চাবি হল নামাজ। আর নামাজের চাবি হল পবিত্রতা। (সুনানু তিরমিযী ০৪; মুসনাদু আহমাদ ১৪৭০৩)

সুতরাং হাদিসটিকে জাল বা বানোয়াট বলার কোনো সুযোগ নেই।

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 4 =