জিজ্ঞাসা–১২৮৬: নামাজ শেষ করে লজ্জাস্থানে মজি দেখা যায় নি। কিন্তু হাত দিয়ে চাপ দিলে সামান্য মজি জমা আকারে দেখা যায়। এক্ষেত্রে কি আমার নামাজ হয়েছে?–তানভীর।
জবাব: আপনি কিছুটা ওয়াসওয়াসার সমস্যায় আছেন মনে হচ্ছে। ভালোভাবে পত্রিতা অর্জন করার পর নামাজের মধ্যে কী হলো না হলো আপনি সেদিকে খেয়াল করবেন না এবং নামাজের পর কোনো নিরীক্ষণ আপনি করবেন না। স্বাভাবিক নিয়মে নাামাজ আদায় করবেন। তবে যদি কোনো প্রকার নিরীক্ষণ ছাড়া এমনিতে নিশ্চিত জানতে পারেন যে, কাপড় বা শরীর অপবিত্র হয়েছে তখনই কেবল অপবিত্রতা অনুযায়ী পবিত্র হওয়ার ব্যবস্থা করবেন এবং অপবিত্র অবস্থায় যে নামাজ আদায় করেছেন তা পুনরায় আদায় করে নিবেন। (আলমাজমু’ ২/৭৮)
والله اعلم بالصواب