জিজ্ঞাসা–১৪৪৯: নামাযে দাঁড়ালে বিভিন্ন কথা মনে হয় নামাজ হবে কি?–Borhan mozumder
জবাব: নামাজ মুমিনের শ্রেষ্ঠ ও সর্বোত্তম ইবাদত বিধায় নামাজে সার্বক্ষণিক সুস্থির ও পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হয়। তাই এজাতীয় বাজে চিন্তা নামাজে মোটেও কম্য নয়। কেননা, এর কারণে নামাজের মূল ফায়দা থেকে বঞ্চিত হতে হয়। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
هو اخْتِلَاسٌ يَخْتَلِسُهُ الشَّيْطَانُ مِن صَلَاةِ العَبْدِ
এটা এক ধরণের ছিনতাই, যার মাধ্যমে শয়তান বান্দার নামাজ থেকে অংশ বিশেষ কেড়ে নেয়। (বুখারী ৭৫১)
সুতরাং নামাজে মনোযোগ ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। তবে এর কারণে নামাজ নষ্ট হয় না; বরং নামাজ সহীহ হয়ে যায়। কেননা আল্লাহ তাআলা বলেন,
لاَ يُكَلِّفُ اللّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا
আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না (সূরা বাকারা ২৮৬)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী