জিজ্ঞাসা–৭৭৯: আসসালামুয়ালাইকুম। হযরত। তারাভির নামাযে মুসল্লিরা ইমামের তারাতারি করার কারণে দুয়ায়ে মাসুরা না পড়তে পারলে নামাযের কোন ক্ষতি হবে?–মো:মাহদী হাসান।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
শুধুমাত্র তাশাহহুদ পড়ে সালাম ফিরালেই নামায হবে। তবে দরুদ ও দোয়া মাসুরা পড়া সুন্নত। এটা ত্যাগ করা ঠিক নয়।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী