জিজ্ঞাসা–১৭০০: আমার নাম জমিদার বাবু। আমি জমিদারী ফুডের দুনিয়াবী মালিক; আমার প্রশ্ন হল, আমরা পণ্যের গায়ের বিভিন্ন নিউট্রিশন ফ্যাক্ট লিখি। কিন্তু বাস্তবে কমবেশি হয়ে যায়। অতএব কোম্পানির অর্জিত আয় কি হালাল হবে নাকি হারাম হবে?
বিঃদ্রঃ আমি মালিক হিসেবে চাই (. ০০০০১)% যেন হারাম না খাই।
কারণ নিয়ত করেছি, আল্লাহ যেন কোম্পানির আয় থেকে দুনিয়ার সবচেয়ে বড় মাদ্রাসা করার তৌফিক দান করেন।–জমিদার বাবু।
জবাব: আপনি পণ্যের যে পুষ্টিগত তথ্য লিখেন, তা যতদূর সম্ভব সঠিকটা লেখার চেষ্টা করবেন। এভাবে আপনি আপনার সাধ্যের আওতাধীন অংশ সম্পন্ন করতে পারতে পারলে, অবশিষ্টাংশ যা আপনার সাধ্যের বাইরে তার ব্যাপারে আশা করা যায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কেননা, আল্লাহ তাআলা বলেছেন,
لاَ يُكَلِّفُ اللّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا
আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না। (সুরা বাকারা ২৮৬)
পরিশেষে আমরা দোয়া করি, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুন এবং আপনার নেক নিয়ত পূরণ করুন।