জিজ্ঞাসা–৫৭৯: নতুন পরিচয়ে বোন বলে ডাকার ব্যাপারে ইসলাম কী বলে? বিস্তারিত জানতে চাই।–মোস্তাফিজুর রহমান।
জবাব: মুমিন -পুরুষ হোক কিংবা নারী- তারা একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। আল্লাহ তাআলা বলেন,
إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ ‘মুমিনরা তো পরস্পর ভাই-ভাই।’ (সূরা হুজুরাত ১০)
সুতরাং মুমিন পুরুষ মুমিন নারীকে ‘বোন’ কিংবা মুমিন নারী মুমিন পুরুষকে ‘ভাই’ বলে সম্বোধন করতে পারবে। তবে উক্ত সম্বোধন দ্বারা তাকে মাহরাম মনে করা যাবে না এবং এর কারণে তার সঙ্গে দেখা-সাক্ষাৎ, অপ্রয়োজনীয় কথাবার্তা ইত্যাদি জায়েয হয়ে যাবে না। কেননা, আল্লাহ তাআলা বলেন,
إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَّعْرُوفًا
‘যদি তোমরা আল্লাহকে ভয় কর, তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষনীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে সেই ব্যক্তি কুবাসনা করে, যার অন্তরে ব্যাধি রয়েছে তোমরা সঙ্গত কথাবার্তা বলবে।’ (সূরা আহযাব ৩২)
মাওলানা উমায়ের কোব্বাদী
আরো পড়ুন- ☞ স্ত্রীকে বোন,স্বামীকে ভাই বলে সম্বোধন করা যাবে কি? ☞ শশুর-শাশুড়িকে বাবা-মা ডাকা যাবে কি? ☞ প্রিয় বোন! কেন পর্দা করবেন? ☞ চেহারার কি পর্দা নেই? ☞ নারীর রূপচর্চা : বৈধতা ও অবৈধতার সীমারেখা ☞ নারী-পুরুষের মিশ্রিত পরিবেশে নারীর শিক্ষকতা বা চাকরি করা ☞ মহিলা ডাক্তার পুরুষ রোগীর চিকিৎসা করা ☞ হিজাবের বৈশিষ্ট্যাবলি ☞ ফেসবুকে পরনারীর সাথে ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ রাখা ☞ দৃষ্টির হেফাযত করতে পারি না-কী করব? ☞ কুদৃষ্টি ☞ পরপুরুষের সাথে কথা বলা যাবে কি?