পরীক্ষায় নকল করা…

জিজ্ঞাসা–৯০৬: পরিক্ষায় আমরা যে একজন আরেক জনেরটা দেখে বা জিজ্ঞেস করে লিখি/নিজে অন্যদের দেখাই এটা কি জায়েজ?–সুমাইয়া।

জবাব: পরীক্ষায় নকল করা, একজন আরেকজনেরটা দেখে লেখা কিংবা অন্য কোনো অবৈধ পন্থা অবলম্বন করা জায়েয নেই। কেননা, এটা প্রতারণার শামিল।

হাদিস শরিফে এসেছে,

وَمَنْ غَشَّنَا ، فَلَيْسَ مِنَّا

.যে আমাদের সঙ্গে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়। (মুসলিম ১০২)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 1 =