জিজ্ঞাসা–১৪১১: ছেলের বউকে যাকাত দেওয়া যাবে কি?–শহীদ ইমাম।
জবাব: পুত্রবধূ যদি গরিব হয় তাহলে তাকে যাকাত দেয়া যাবে। তবে এক্ষেত্রে যদি যাকাতদাতার এই অসৎ উদ্দেশ্য থাকে যে, এই কৌশলের মাধ্যমে সে পরোক্ষভাবে নিজে উপকৃত হবে তাহলে এর জন্য তাকে অবশ্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। (ফাতাওয়া দারুল উলুম ৬/২০৬)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী