জিজ্ঞাসা–৬৮১: পুত্র সন্তান লাভের জন্য সূরা ইউছুফ লিখে গলায় ঝুলানো কি জায়েয?–ওয়াফিয়া।
জবাব: কোনো অভিজ্ঞ লোক যদি বলেন তাহলে সূরা ইউসুফ লিখে গলায় ঝুলানো নিষেধ নয়। তবে সুন্নাহ হল, আমল করা; তাবিজ ব্যবহার করা নয়। তবে কোরআনের আয়াত দ্বারা হলে তাবিজ ব্যবহার করা জায়েয। বিস্তারিত জানার জন্য পড়ুন–জিজ্ঞাসা নং–১২৫ এবং জিজ্ঞাসা নং–৭৩
আর সন্তান লাভের আমল জানতে পড়ুন জিজ্ঞাসা নং–৪১৫।
والله اعلم بالصواب