জিজ্ঞাসা–৬৪৩: আসসালামু আলাইকুম ওয়া রাহ মাতুল্লাহ, আমার বাবা একজন সরকারী চাকুরীজীবী তিনি তার উপার্জনের একটা অংশ পোস্ট অফিসে জমা রেখেছেন । এই টাকার উপর পোস্ট অফিস থেকে প্রতি মাসে মুনাফা পাওয়া যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে এভাবে জমা রাখা টাকা থেকে যে মুনাফা পাওয়া যায় তা সুদ হিসাবে গণ্য হবে কি না?–Muhammad Nazmul Hasan Ruhan
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
পোস্ট অফিস পেনশনার সঞ্চয়পত্র-এর বিবরণ থেকে এ কথা স্পষ্ট হয়ে যায় যে, এটি পুরোপুরি সুদী প্রকল্প। যেখানে জমাকারীকে মেয়াদান্তে নির্দিষ্ট অংকে লাভ দেওয়া হয়। বলাবাহুল্য যে, এটিই হল কোরআন মজিদের নিষিদ্ধ সুদ-রিবান নাসিআহ। এই সুদ সম্পর্কেই কোরআন মজিদে ঘোষণা করা হয়েছে,
হাদিসে এসেছে-
لَعَنَ رَسُولُ اللهِ ﷺ آكل الربا وموكله وكاتبه وشاهديه، وقال : هم سواء.
আল্লাহর রসূল রাসূল ﷺ সুদখোর, সুদদাতা, সুদের লেখক এবং তার উপর সাক্ষীদ্বয়কে অভিশাপ করেছেন, আর বলেছেন, ওরা সকলেই সমান। (মুসনাদে আহমাদ ৩৮০৯)
মাওলানা উমায়ের কোব্বাদী