জিজ্ঞাসা–১১৬৭: প্রস্রাবের সময় কোমড থেকে প্রস্রাব ছিটা কাপড়ে ও শরীরে লাগে। কোথায় কোথায় লাগে আমি বুঝতে পারি না। এমন অবস্থা প্রতিদিন হয়। যার জন্য আমার নামায আদায় করতে অসুবিধা হয়। মূলত আমি নিশ্চিত যে আমি নাপাক। পাক হতে কি আমাকে গোসল করতে হবে পাঁচ বার? নাহলে কিভাবে এটা বন্ধ করবো? বলে দিন।–Umme habiba
জবাব: পেশাব যেন শরীরে বা কাপড়ে না লাগে; এ ব্যপারে পুরোপুরি সতর্ক থাকবেন। কেননা, মানুষের পেশাব নাজাসাতে গলিযা (কঠোর নাপাক)। হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেন,
اسْتَنْزِهُوا مِنَ الْبَوْلِ فَإِنَّ عَامَّةَ عَذَابِ الْقَبْرِ مِنْهُ
তোমরা পেশাবের অপবিত্রতার ব্যাপারে সতর্ক থাক। কারণ অধিকাংশ কবরের আযাব এর কারণে হয়ে থাকে। (দারাকুতনী ৪৭৬)
সুতরাং যে অঙ্গে বা কাপড়ে পেশাব লাগবে, অবশ্যই ঐ অঙ্গ বা কাপড়ের ওই অংশ ধৌত করে নিবেন। কিন্তু এর দ্বারা গোসল ফরয হয় না।
তবে পেশাব লেগে যাওয়ার ব্যাপারটি যদি নিশ্চিত না হন অর্থাৎ বাহ্যিক নাপাকি দেখা না গেলে এতে কোন অসুবিধা নেই। এর কারণে কাপড় বা শরীর নাপাক হয় না।
ইমাম আবু ইউসুফ রহ. বলেন,
لَا بَأْسَ بِالْبَوْلِ إِذَا كَانَ مِثْلَ عَيْنِ الْجَرَادِ وَرُءُوسِ الْإِبَرِ
পঙ্গপালের চোখ কিংবা সুঁইয়ের মাথা পরিমাণ পেশাব লাগলে কোনো অসুবিধা নেই। (আলআওসাত ২/১৩৮)
শায়েখ উমায়ের কোব্বাদী
অনেক অনেক ধন্যবাদ এই বিষয়ে জানানোর জন্য।