জিজ্ঞাসা–১৬৩০: আমার ডান পায়ে একটা এক্সিডেন্টের কারণে প্লাস্টার করা হয়েছে। এখন অজু করার সময় কী করব?–আবুল কালাম।
জবাব: প্রিয় প্রশ্নকারী ভাই, আপনি অযুর জন্য সকল অঙ্গ স্বাভাবিক পদ্ধতিতেই ধুবেন আর প্লাস্টার করা পা মাসেহ করে নেবেন। আবদুল্লাহ ইবন উমর রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন,
مَنْ كَانَ بِهِ جُرْحٌ مَعْصُوبٌ فَخَشِيَ عَلَيْهِ الْعَنَتَ، فَلْيَمْسَحْ مَا حَوْلَهُ، وَلاَ يَغْسِلْهُ
কারো যদি আঘাতপ্রাপ্ত অংশ ব্যান্ডেজ করা থাকে আর সে যদি ক্ষতির ভয় করে তাহলে সে ঐ জায়গাটি না ধুয়ে মাসেহ করে নেবে। (মুসান্নাফে ইবন আবী শাইবা, বর্ণনা ১৪৫৮)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন