জিজ্ঞাসা–১২১৩: ফরজ গোসলের আগে অজু করতে অজুর পা ধোয়া ছাড়া বাকি সব করে গোসল শেষে পা ধৌত করতে ভুলে গিয়ে বের হয়ে গেলে এবং মনে পরার পর আবার গিয়ে শুধু পা ধৌত করে নিলে অজু পুর্নাঙ্গ হবে?–মুসলিমা।
জবাব: গোসলের সকল নিয়ম মেনে গোসল করলে সেখানে অজু ও পবিত্রতার সকল শর্তও পূরণ হয় বিধায় আলাদাভাবে অজু করার প্রয়োজন পড়ে না ।
عَنْ عَائِشَةَ، – رضى الله عنها – قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ لاَ يَتَوَضَّأُ بَعْدَ الْغُسْلِ
আয়েশা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন রাসুলুল্লাহ ﷺ গোসলের পর অজু করতেন না। (নাসাঈ ২৫৩)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী