ফরজ গোসলের সময় দেহের বাহ্যিক অংশ ভালোভাবে ধৌত করা

জিজ্ঞাসা–৭২১: asslamualaikum…আমার একটি প্রশ্ন। পায়ের চেরির নিচে কোনায় ময়লা থাকে। ফরজ গোসল দোয়ার সময় কি এই ময়লা পরিষ্কার করে কি পানি দেওয়া জরুরি?–মো. নাজমুল খান।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

‘পায়ের চেরি’ বলতে কী বুঝানো হয়েছে, তা আমার কাছে বোধগম্য নয়। তবে ফরজ গোসলের সময় দেহের বাহ্যিক অংশ ভালোভাবে ধৌত করা জরুরি। (ফাতাওয়া তাতারখানিয়া ১/২৭৫)

আর ফরয গোসল করার নিয়ম জানার জন্য পড়ুন জিজ্ঞাসা নং–৩৭৫

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

��ন্তব্য

  1. আমি পায়ের চেরি বলতে পায়ের আঙ্গুলের চেরির নিচে কোনার কথা বুঝাতে চেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =