জিজ্ঞাসা–৬৪১: ফরজ নামাযে তৃতীয় রাকাতে কেরাত পড়ে ফেললে কী করণীয়?– আবু বকর সিদ্দিক।
জবাব: ফরয নামাযে তৃতীয়-চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা বা কেরাত মিলানো হয় না, কিন্তু কেউ যদি ভুলবশতঃ অন্য সূরা বা কেরাত মিলিয়ে ফেলে বা অন্য সূরা বা কেরাত মিলানোর উদ্দেশ্য বিসমিল্লাহ পড়ে তাহলে এতে সাহু সেজদা ওয়াজিব হয় না। (আলমগীরী ১/১২৬)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন