মহিলারা কোথায় ই’তিকাফ করবেন–বাসায় না মসজিদে?

জিজ্ঞাসা–১৯৮: মহিলারা কোথায় ই’তিকাফ করতে পারেন বাসায় না মাসজিদে? এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। — সাঈদ

জবাব: মহিলাগণ তাদের ঘরে নামাযের স্থানে ইতিকাফ করবেন। তাদের জন্য মসজিদে ইতিকাফ করা জায়েয নয়। ঘরে নামাযের জন্য পূর্ব থেকে কোনো স্থান নির্দিষ্ট না থাকলে তা নির্দিষ্ট করে নিবে। অতপর সেখানে ইতিকাফ করবে।(ফাতাওয়া হিন্দিয়া ১/২১১)
যে মহিলার স্বামী বৃদ্ধ, অসুস্থ বা তার ছোট ছেলে-মেয়ে আছে এবং তাদের সেবা-শুশ্রূষা করার কেউ নেই, তার জন্য ইতিকাফের চেয়ে তাদের সেবাযত্ন করা উত্তম।
মাসিক (ঋতুস্রাব) অবস্থায় ইতিকাফ করা সহীহ নয়। কারণ একে তো অপবিত্রতার অবস্থা, দ্বিতীয়ত এ অবস্থায় রোযা রাখা যায় না। আর সুন্নত ইতিকাফের জন্য রোযা রাখা জরুরি।(আলবাহরুর রায়েক ২/২২৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২১১)
মহিলাগণ তাদের ইতিকাফের নির্দিষ্ট স্থান থেকে বিনা ওজরে ঘরের অন্যত্র যেতে পারবেন না। গেলে ইতিকাফ ভেঙ্গে যাবে।(বাদায়েউস সানায়ে ২/২৮৪)
মহিলাগণ ইতিকাফ করতে হলে স্বামীর অনুমতি নিয়েই ইতিকাফ করবেন। স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীর জন্য ইতিকাফ করা জায়েয নয়।(আলবাহরুর রায়েক ২/৩০১)

والله اعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 15 =