জিজ্ঞাসা–৫৩০: প্রতি মাসে চার দিন হায়েজ হয়। মাঝে মাঝে চার দিন হায়েজ হয়ে তিন দিন বন্ধ থাকে আবার এক /দুই দিন রক্ত দেখা যায়। এখন আমি কয়দিন হায়েজ ধরব।– Masuka
জবাব: যেহেতু আপনার অভ্যাস হল, চার দিন। সুতরাং এই চার দিনকে হায়েয ধরবেন। এই চার দিন শেষ হওয়ার পর গোসল করে পবিত্র হয়ে নিবেন। এরপর আবার রক্ত দেখার আগ পর্যন্ত আপনি নামায পড়বেন। রক্ত দেখা দিলে নামায ছেড়ে দিবেন। (আহসানুল ফাতাওয়া ২/৬৮)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী