জিজ্ঞাসা–১৭৫: কসর নামাযের নিয়ত করে নাময শুরু করে ভুলে চার রাকাতই পড়ে ফেললাম এখন কি আবার নামায পড়বো নাকি ? কষ্ট করে উত্তর দিলে কৃতজ্ঞ থাকবো।–মুহাম্মাদ আল-আমীন।
জবাব: মুসাফির ব্যক্তি কসর না করে যদি ভুলে চার রাকাতই পড়ে নেয় সেক্ষেত্রে দেখতে হবে সে দুই রাকাতের পর বৈঠক করেছে কি না, যদি করে থাকে তাহলে তার ঐ ফরয নামায আদায় হয়ে যাবে। এক্ষেত্রে প্রথম দুই রাকাত ফরয এবং শেষ দুই রাকাত নফল হবে। আর ঐ ভুলের কারণে তাকে সাহু সিজদা করতে হবে। হাসান বসরী রাহ. বলেন, কোনো মুসাফির ভুলে যোহরের নামায চার রাকাত পড়ে নিলে সাহু সিজদা করবে।(মুসান্নাফ আবদুর রাযযাক ২/৫৪১)
আর দুই রাকাত শেষে যদি বৈঠক না করে তবে তার ফরয বাতিল হয়ে ঐ নামায নফল হয়ে যাবে। তাই এ অবস্থায় তাকে পুনরায় দুই রাকাত ফরয পড়ে নিতে হবে।(মারাকিল ফালাহ ২৩১; শরহুল মুনইয়াহ ৫৩৯; আদ্দুররুল মুখতার ২/১২৮)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী
কসরের সময় জহুরের জামাতে পরলে কি করব?
2 রাকাত পরে সালাম ফিরাব নাকি ৪ রাকাত পরব?
জামাতে নামাজ পড়ার সময় ইমাম ইমাম যদি চার রাকাত পড়ে আর আপনি যদি মুসাফির হন তাহলে আপনিও চার রাকাতই পড়বেন।