জিজ্ঞাসা–১২০০: Android ফোনে আল কুরআন দেখে দেখে পড়লে অযু লাগবে কি?–ইকরামুলহক।
জবাব: উক্ত মাসআলাটির ব্যাপারে সমকালীন মুফতিদের মাঝে দ্বিমত আছে। কেউ বলেন, স্ক্রিনে থাকা অবস্থায় মোবাইল বিনা অযুতে ধরা যাবে। কেউ বলেন, যাবে না। তবে সতর্কতাপূর্ণ মত হল, যেহেতু কোরআন সর্বোচ্চ পবিত্র ও মর্যাদাসম্পন্ন। তাই এর পবিত্রতা ও মর্যাদা অক্ষুন্ন রাখার স্বার্থে স্পর্শ করার জন্য ওযুর শর্তারোপ করা হয়েছে। সে হিসাবে মোবাইলের স্ক্রিনে কুরআন মাজীদের আয়াত বা কোনো পৃষ্ঠা খুললে তার যথাযথ মর্যাদা বজায় রাখতে হবে এবং লিখিত অংশ বিনা অযুতে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী