জিজ্ঞাসা–৮১৩: বিবাহের দেন মোহরের টাকা কার হাতে দিতে হয়? মেয়ের বাবা/ভাই এর হাতে দিলে হবে?–জাহিদ আহমেদ।
জবাব: মোহর মূলত একটি সম্মানী যা স্বামী তার স্ত্রীকে দিয়ে থাকে, যার মূল উদ্দেশ্যই হল নারীকে সম্মান ও মর্যাদা দেওয়া। এটা স্ত্রীর হক। স্ত্রীর এই হক তার কাছে পৌঁছে দেয়াই মূল উদ্দেশ্য। সুতরাং এটা যেমনিভাবে সরাসরি তার হাতে দেয়া যায়, অনুরূপভাবে তার সম্মতিতে তার বাবা কিংবা ভাইয়ের হাতে দিয়েও তার কাছে পৌঁছে দেয়া যায়। আল্লাহ তাআলা বলেন,
وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا
এবং তোমরা নারীদেরকে দাও তাদের মোহর খুশিমনে। এরপর তারা যদি স্বেচ্ছায় স্বাগ্রহে ছেড়ে দেয় কিছু অংশ তোমাদের জন্য তাহলে তা স্বচ্ছন্দে ভোগ কর।(সূরা নিসা : ৪)
الله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী