জিজ্ঞাসা–১৪৬২: আস্সালামু আলাইকুম, সুপ্রিয় শায়খ, যদি অনিচ্ছাকৃতভাবে স্ত্রীর এক ফোঁটা পরিমাণ দুধ মুখে চলে যায় কিন্তু মুখে যাওয়ার পর না গিলে সাথে সাথে তা বের করে দেয় এবং কুলি করে নেয় অর্থাৎ পেটের ভিতরে না যায় তাহলে কি কোন সমস্যা হবে? উত্তরটি জানালে খুব উপকৃত হতাম। আল্লাহ আপনাকে জান্নাতের অধিবাসীদের অন্তুর্ভুক্ত করুন। আমিন।–ইলিয়াস।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
প্রিয় প্রশ্নকারী ভাই, প্রায় সকল আলেম এব্যাপারে একমত যে, স্ত্রীর দুধ পান করা স্বামীর জন্য হারাম। (জাওয়াহিরুল ফিকহ ৭/৪৬)। বিস্তারিত দেখুন জিজ্ঞাসা নং–১১২৪
সুতরাং স্ত্রীর স্তনে যদি দুধ থাকে তাহলে স্বামীকে সর্তক থাকতে হবে, যেন দুধ মুখে না আসে। যদি দুধ মুখে আসার আশঙ্কা থাকে সে ক্ষেত্রে চোষণ থেকে বিরত থাকা উচিত। (মাহমূদিয়া কাদিম ১২/৩১০, শামী ১/৩১)
তদুপরি স্ত্রীর স্তন চোষার ফলে যদি দুধ বেরিয়ে মুখে চলে আসে তাহলে সে দুধ গলায় বা খাদ্যনালীতে যাওয়ার পূর্বেই ফেলে দিতে হবে। যদি ফেলে না দিয়ে গিলে ফেলে তাহলে তা স্বামী স্ত্রী সম্পর্কে কোনো প্রভাব সৃষ্টি করবে না। তবে কাজটি যেহেতু গুনাহর কাজ তাই আল্লাহর কাছে তাওবা করে নেয়া উচিত।
শায়েখ উমায়ের কোব্বাদী