জিজ্ঞাসা–৫৩৯: আসসালামুআলাইকুম। আমার কলিগ নিয়মিত ব্যক্তিগতভাবে যাকাত আদায় করেন। উনি জানতে চাচ্ছেন যে সরকারি ফান্ডে যাকাত প্রদান করলে কর দেয়ার সময় এই টাকাটা রেওয়াত পেতেন। এই চিন্তা থেকে যদি সরকারি কর আদায় না করা হয় তাহলে কি তা বৈধ হবে?–Mohammad Tafsir Ahmed
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
আয়কর (ইনকাম ট্যাক্স) দিলে তা যাকাত থেকে বাদ যাবে না। (শামী ৩/২৫৫, তাতারখানীয়া ৩/২২৫, দারুল উলুম ৬/১৪৭) তেমনিভাবে যাকাত দিলে তা আয়কর (ইনকাম ট্যাক্স) থেকে বাদ যাবে না। কারণ শরিয়তের দৃষ্টিতে আয়কর কতটা যৌক্তিক; এনিয়ে মুফতিদের মধ্যে মতভেদ থাকলেও আয়কর দেয়া মুসলিম অমুসলিম সকল নাগরিকের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে বাধ্যতামূলক করা হয়েছে। পক্ষান্তরে যাকাত মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আয়কর হয় আয় করলে। আর যাকাত হয় বছর শেষে উদ্বৃত্ত থাকলে। সুতরাং একটির সঙ্গে আরেকটির কোন সম্পৃক্ততা নেই।
মাওলানা উমায়ের কোব্বাদী