জিজ্ঞাসা–১৬১৫: যাকাতের টাকা সেবামূলক কাজে খরচ করা যাবে কি না?–সারওয়ার।
জবাব: যাকাত আদায়ের জন্য একটি অপরিহার্য শর্ত হল, উক্ত টাকার মালিক গরীবকে বানিয়ে দিতে হয়; অন্যথায় যাকাত আদায় হয় না। আর সেবামূলক কাজে সাধারণতঃ যাকাতের টাকার মালিক সরাসরি গরীবকে বানিয়ে দেয়া সম্ভব হয় না। কেননা, সেবামূলক কাজ সাধারণতঃ ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের জন্য হয়ে থাকে। তখন এক্ষেত্রে যাকাতের টাকা ব্যয় করলে যাকাত আদায় হয় না।
প্রকাশ থাকে যে, কোনো প্রাকৃতিক দুর্যোগে যেমন- ঘূর্ণিঝড়, সাইক্লোন, বন্যা, নদী ভাঙ্গা ইত্যাদিতে ধনী-দরিদ্র নির্বিশেষে সকলেই নিপতিত হতে পারে। এ জাতীয় সংকটময় অবস্থায় অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য আহবান জানিয়ে রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ
যে ব্যক্তি কোন মুমিনের দুনিয়ার বিপদসমূহের কোন একটি বিপদ দূর করে দিবে, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদসমূহের মধ্য হতে একটি কঠিন বিপদ দূর করে দিবেন। (বুখারী ২৪৪২)
শায়েখ উমায়ের কোব্বাদী