জিজ্ঞাসা–৮৫৮: আসসালামু আলাইকুম, শাইখ। আমার একটা প্রশ্ন আছে। আমি প্রবাসে রঙের কাজ করি। প্রতিদিন আমাকে রঙ গুলাতে হয় এবং কাজ করার সময় হাতে পায়ে ও শরীরের অনেক জায়গায় রঙ লেগে যায়। বিশেষ করে নখ এর চিপায় সব সময়ই রঙ লেগে থাকে। প্রতিদিন পুরোপুরি পরিস্কার করা সম্ভব হয় না। আমি এই অবস্থায় অজু করে নমাজ পরলে আমার নামাজ হবে?– Arif hasan Shuvo
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
যদি রঙ এমন হয় যা ব্যবহারে আবরণ পড়ে যায়, যার কারণে অজুর অঙ্গে পানি পৌঁছায় না তাহলে তার অজু হবে না। রঙের প্রলেপ দূর করে তবেই অজু করতে হবে। এতে একটু কষ্ট হবে। কিন্তু আপনার তা সধ্যানুপাতে করতে হবে। কেননা, রঙের মাঝে এক ধরনের প্রলেপ বা স্তর রয়েছে, পবিত্র হতে গেলে যেটি চামড়ায় পানি পৌঁছতে অন্তরায় সৃষ্টি করে। আর যেসব জিনিস চামড়ায় পানি পৌঁছতে বাধা দেয় করে, অজুকারীর জন্য তা দূর করে তবেই অজু করতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاةِ فاغْسِلُواْ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُواْ بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَينِ
হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও, স্বীয় মুখমণ্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত কর… এবং পদযুগল গিটসহ। (সূরা মায়িদা ৬)।
হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ দেখলেন জনৈক ব্যক্তি অজু করেছে কিন্তু পায়ে তার নখ বরাবর একটি স্থান রয়ে গিয়েছে। তিনি তাকে বললেন, ارْجِعْ فَأَحْسِنْ وُضُوءَكَ তুমি ফিরে গিয়ে সুন্দরভাবে অজু করে আস। (মুসলিম ৩৯১)