জিজ্ঞাসা–৭৯১: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, হুজুর আমার প্রশ্নটি হলো রোজা রাখা অবস্থায় মাথার চুল কাটা কিংবা নাভির নিচের পশম পরিষ্কার করলে এতে রোজার কোনো ক্ষতি হবে কি?–ইমরান।
জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته
রোজা রাখা অবস্থায় মাথার চুল কাটা হলে কিংবা নাভির নিচের পশম পরিষ্কার করলে রোজার কোনো ক্ষতি হয় না। কেননা, রোজা ভঙ্গের সাথে চুল, নখ ও অবাঞ্ছিত লোম কাটার সাথে কোন সম্পর্ক নেই। রোজা নষ্ট হবার সম্পর্ক হল পানাহার ও সহবাসের সাথে। (মুসান্নাফ আবদুর রাযযাক ৭৪৬৮)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী