জিজ্ঞাসা–২৮০: হযরত, রোজার কাফ্ফারা কত? — jahid hassan: [email protected]
জবাব: রোজার কাফ্ফারা হল, লাগাতার ষাট দিন রোজা রাখা। লাগাতার ষাট দিন রোজা রাখার সময় যদি এক দিনও বাদ যায়, তাহলে আবার শুরু থেকে গণনা আরম্ভ হবে, পূর্বেরগুলো বাদ হয়ে যাবে। যদি কেউ লাগাতার ষাট দিন রোযা রাখতে সক্ষম না হয়, তাহলে প্রতি রোজার পরিবর্তে একজন গরীবকে দুবেলা খাবার খাওয়াবে অথবা পৌনে দু’ কেজি গমের মূল্য সদকা করবে। এটাকে বলা হয় ফিদিয়া । মনে রাখতে হবে, রোযা রাখতে সক্ষম হলে ফিদিয়া আদায় করলে তা আদায় হবে না। দলিল–
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أَتَى النَّبِيَّ ﷺ رَجُلٌ فَقَالَ: هَلَكْتُ، قَالَ: وَمَا أَهْلَكَكَ؟ قَالَ: وَقَعْتُ عَلَى امْرَأَتِي فِي رَمَضَانَ، فَقَالَ النَّبِيُّ ﷺ : أَعْتِقْ رَقَبَةً. قَالَ: لَا أَجِدُ، قَالَ: صُمْ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ. قَالَ: لَا أُطِيقُ، قَالَ: أَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا
হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজী ﷺ এর কাছে এক ব্যক্তি এসে বলল, আমি ধ্বংস হয়ে গেছি। নবীজী ﷺ জিজ্ঞেস করলেন, তোমাকে কে ধ্বংস করেছে? সাহাবী বললেন, রমজানে আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। নবীজী ﷺ তাকে বললেন, তাহলে এর বদলে একটি গোলাম আযাদ কর। সাহাবী বললেন, আমি এতে সক্ষম নই। নবীজী ﷺ বললেন, তাহলে লাগাতার দুই মাস রোজা রাখ। সাহাবী বললেন, আমি এতেও সক্ষম নই। তখন নবীজী ﷺ বললেন, তাহলে তুমি ৬০ জন মিসকিনকে খানা খাওয়াও। (সুনানে ইবনে মাজাহ ১৬৭১, মুসনাদে আহমাদ ৬৯৪৪)
উল্লেখ্য, বিনাওজরে ইচ্ছাকৃত পানাহার বা সহবাসের মাধ্যমে রমজানের রোজা ভেঙে ফেললে তার কাজা ও কাফফারা অর্থাৎ লাগাতার ষাট দিন রোজা রাখতে হয়। পানাহার ও সহবাস ছাড়া অন্য পদ্ধতিতে ইচ্ছাকৃত ভাঙলে কাফফারা দিতে হয় না, হ্যাঁ কাজা অর্থাৎ এক রোজার পরিবর্তে এক রোজা আদায় করতে হয়। (মাবসুত সারাখসি ৩/৭২)
শায়েখ উমায়ের কোব্বাদী
আরো পড়ুন: রোজা রেখে নামাজ না পড়লে রোজার কোনো সাওয়াব হবে কি?
আরো পড়ুন: রোজা রেখে পরনারীর প্রতি তাকালে রোজার ক্ষতি হয় কি?
আরো পড়ুন: মা-বোনকে আদর করে চুমো দিলে রোযার কোনও ক্ষতি হবে?
আরো পড়ুন: রমজানে দিনের বেলা স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে?
আরো পড়ুন: ফরয গোসল সূর্য ওঠার পর করলে কি রোজা হবে?
আরো পড়ুন: রোজা রেখে স্ত্রীকে ধরে বা জড়িয়ে শোয়া যাবে?
আরো পড়ুন: হায়েজ ও নেফাসের কারণে রোজা রাখতে পারেনি; এখন কি করবে?
আরো পড়ুন: ঔষধ খেয়ে হায়েয বন্ধ রেখে রোযা রাখলে কি রোযা হবে?
আরো পড়ুন: ইনহেলার ব্যবহারে রোজা ভেঙ্গে যায় কি?
আরো পড়ুন: রোজাবস্থায় মলম ক্রিম লোশন ইত্যাদি ব্যবহার করা যাবে কি?
আরো পড়ুন: অবাঞ্ছিত লোম চল্লিশ দিন পর কাটা এবং রোজা রেখে কাটা যাবে কিনা?
আরো পড়ুন: বর্তমানের ইফতার পার্টি : নতুন ট্রেন্ড না নতুন জাহিলিয়াত?
আরো পড়ুন: সেহরি না খেয়ে রোজা হবে কিনা?
আরো পড়ুন: শুধু পানি দ্বারা সেহরি খাওয়া যাবে কি ?