জিজ্ঞাসা–১৫০৭: কোনো কাজ করা ঠিক হবে কিনা সেটি কাগজে লিখে লটারি করে সিদ্ধান্ত নিলে কি গুনাহ হবে?–Mushfiq
জবাব: উক্ত পদ্ধতিতে কোনো কাজের সিদ্ধান্ত নেয়া জায়েয হবে না। কেননা, আল্লাহ তাআলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
হে মু’মিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি ইত্যাদি এবং লটারীর তীর, এ সব গর্হিত বিষয়, শয়তানী কাজ ছাড়া আর কিছুই নয়। সুতরাং এ থেকে সম্পূর্ণরূপে দূরে থাক, যেন তোমাদের কল্যাণ হয়। (সূরা মায়েদা ৯০)
উল্লেখ্য, কোনো কাজের সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে বিশুদ্ধ ও নিরাপদ পদ্ধতি দু’টি। ১. ইস্তেখারা ২. অভিজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে মাশওয়ারা বা পরামর্শ। কেননা, আল্লাহ তাআলা বলেন,
وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ
তাদের কার্যাবলী তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করে। (সূরা শূরা ৩৮)
হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
مَا خَابَ مَنِ اسْتَخَارَ، وَلَا نَدِمَ مَنِ اسْتَشَارَ
যে ব্যক্তি ইসতেখারা করে, সে ব্যর্থ হয় না; আর যে পরামর্শ করে, সে লজ্জিত হয় না। (মাজমাউযযাওয়াইদ খ. ০৬, পৃ. ৯৬)
শায়েখ উমায়ের কোব্বাদী