শারীরিক সক্ষমতা না থাকলে বিয়ে করা যাবে কি?

জিজ্ঞাসা–১৪৬৮: হুজুর, আমি শারীরিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছি, চিকিৎসা করিয়েছি কিন্তু অবস্থার উন্নতি হয়নি। এই অবস্থায় যদি কোন মেয়েকে বিবাহ করি তাহলে বৈবাহিক সম্পর্ক স্থায়ী না হ‌ওয়ার সম্ভাবনা রয়েছে, এখন আমি কি বিবাহ না করে থাকতে পারবো? ইসলাম কী বলে?–মাফ করবেন, নাম না বলি।

জবাব: স্বামী স্ত্রীর চাহিদা পূরণ করা স্ত্রী হিসেবে তার অধিকার। এই অধিকার পূরণ করা সক্ষম স্বামীর ওপর ওয়াজিব। কেননা, আল্লাহ তাআলা বলেছেন,  وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ আর তোমরা স্ত্রীদের সঙ্গে সদাচারণ কর। (সূরা নিসা ১৯)

আল মাউসুয়া’তুল ফিকহিয়্যা (৩০/১২৭)-তে এসেছে,

 من حقّ الزّوجة على زوجها أن يقوم بإعفافها ، وذلك بأن يطأها ، وقد ذهب جمهور الفقهاء – الحنفيّة والمالكيّة والحنابلة – إلى أنّه يجب على الزّوج أن يطأ زوجته

‘স্বামীর ওপর স্ত্রীর অধিকারের মধ্যে অন্যতম হল, স্বামী স্ত্রীর সঙ্গে সঙ্গমের মাধ্যমে তার পবিত্র জীবন যাপনের প্রতি যত্নশীল হবে। হানাফি, মালেকি ও হাম্বলি মাযহাবের অধিকাংশ ফকিহর মতে স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়া স্বামীর জন্য ওয়াজিব।’

সুতরাং যদি কারো আশঙ্কা হয় যে, সে স্ত্রীর উক্ত অধিকার আদায় করতে পারবে না তাহলে তার জন্য বিয়ে করা জায়েয নেই। (আহকামুল উসরাতি ফিল ইসলাম ৫৮৮)
والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =