সঞ্চয়পত্রের যাকাত দিতে হবে?

জিজ্ঞাসা–১৪৬৯: সঞ্চয়পত্রের ক্ষেত্রে যাকাতের কী বিধান?–নুরউদ্দিন

জবাব: হাঁ, সঞ্চয়পত্রের ক্রয়মূল্যের উপর যাকাত ফরয।

উল্লেখ্য, সরকারী সঞ্চয়পত্র সম্পূর্ণ সুদী চুক্তিপত্র। তাই তা ক্রয় করা নাজায়েয এবং এর আয় হারাম। এ থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলমানের কর্তব্য। (আদ্দুররুল মুখতার ২/২৯৯)

বিস্তারিত দেখুন জিজ্ঞাসা নং–১২৯২

والله أعلم بالصواب

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =