জিজ্ঞাসা–১০৫৭: সমিতি থেকে লোন নেওয়া কি জায়েয নাকি নাজায়েয?–Md shameem ahmed
জবাব: প্রচলিত ধারার সমিতিগুলো সুদী অর্থনীতির উপর প্রতিষ্ঠিত। আর ইসলামের একটি অকাট্য বিধান হল, সুদ হারাম। যেমন এক হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবন হানযালা রাযি. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
دِرْهَمٌ رِبًا يَأْكُلُهُ الرَّجُلُ وَهُوَ يَعْلَمُ أَشَدُّ مِنْ سِتَّةٍ وَثَلَاثِينَ زَنْيَةً
জেনে-শুনে এক দিরহাম পরিমাণ সুদ খাওয়া আল্লাহর নিকট ৩৬ জন নারীর সাথে ব্যভিচারের চাইতে অধিক গুনাহের কাজ। (মুসনাদে আহমাদ ২১৪৫০)
সুতরাং সুতরাং কর্তব্য হল, কোনোভাবেই সুদী-লেনদেনে জড়িত না হওয়া।
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী