জিজ্ঞাসা–১১২৭: আমার সাদা স্রাবের সমস্যা। কখনো ৪ রাকাত নামাজের ভিতর হয় আবার কখনো ৪ রাকাতের পর হয় বুঝতে পারি না। এক্ষেত্রে কি আমি প্যাড পরে নামাজ পরলে আমার নামাজ হবে?– ফারজানা। : [email protected]
জবাব: শরিয়তের দৃষ্টিতে সাদা স্রাব নাপাক। এটি নির্গত হলে ওযূ নষ্ট হয় এবং এবং যেখানে এটি লাগে সেই জায়গা ধুয়ে পবিত্র করে নিতে হয়। সুতরাং আপনি প্যাড বা টিস্যু ব্যবহার করে নাপাকি ছড়িয়ে পড়াকে নিয়ন্ত্রণ করবেন। তারপর যতটুকু তে নাপাকি লেগেছে, ততটুকু ধুয়ে নিয়ে ওযূ করে নামায আদায় করবেন।
যদি কারো ক্ষেত্রে এটি লাগাতরভাবে বের হতে থাকে; এতটুকু সময় পাওয়া যায় না যে, যার মাঝে ফরজ নামাযটুকু আদায় করা যায়, তাহলে শরয়ী পরিভাষায় তাকে মুস্তাহাযা মহিলার হুকুমে ধরা হবে। অর্থাৎ তাকে মা’যূর বা অক্ষম বলে গণ্য করা হবে। মুস্তাহাযা বা মা’যূর ব্যাক্তির ন্যায় প্রতি ওয়াক্তে সে ওযূ করবে এবং ওযূর পূর্বে স্রাব ধুয়ে নিবে। এ অজু দিয়ে ফরজ বা নফল যত রাকাত নামায পড়তে চায় পড়ে নিবে, কুরআন শরিফ স্পর্শ করতে পারবে। এ সময় স্রাব নির্গত হতে থাকলেও কোন অসুবিধা নেই। কিন্তু পরের নামাযের সময় হয়ে গেলেই ওযূটি ভেঙ্গে যাবে। আবার নতুন করে ওযূ করে নামায পড়তে হবে। (www.banuri.edu.pk ফতওয়া নং 144003200404)
শায়েখ উমায়ের কোব্বাদী