জিজ্ঞাসা–৭৭৭: সাবান বা ডিটারজেন্ট মিশ্রিত পানি কি নাপাক?– মুরাদ ভূইয়া।
জবাব: সাবান বা ডিটারজেন্ট মিশ্রিত পানি পাক। ‘হিদায়া’গ্রন্থে এসেছে,
وَتَجُوزُ الطَّهَارَةُ بِمَاءٍ خَالَطَهُ شَيْءٌ طَاهِرٌ فَغَيَّرَ أَحَدَ أَوْصَافِهِ ، كَمَاءِ الْمَدِّ وَالْمَاءِ الَّذِي اخْتَلَطَ بِهِ اللَّبَنُ أَوْ الزَّعْفَرَانُ أَوْ الصَّابُونُ أَوْ الْأُشْنَانُ
পানির সাথে কোন পাক জিনিস মিশ্রিত হয় আর তা পানির (তিনটি গুণে) কোন একটিকে পরিবর্তন করে দেয়, সে পানি দ্বারা পবিত্রতা অর্জন করা বৈধ। যেমন বন্যার ঘোলা পানি এবং জাফরান, সাবান ও ‘উশনান’ মিশ্রিত পানি।
হাদিস শরিফে এসেছে, উম্মে হানি রাযি. বলেন,
أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ اغْتَسَلَ هُوَ وَمَيْمُونَةُ مِنْ إِنَاءٍ وَاحِدٍ فِي قَصْعَةٍ فِيهَا أَثَرُ الْعَجِينِ
রাসুলুল্লাহ ﷺ ও মায়মূনা রাযি. একই পাত্রে গোসল করেছেন, তা এমন পাত্র ছিল যাতে আটার খামিরের চিহ্ন ছিল। (নাসাঈ ২৪০)
মাওলানা উমায়ের কোব্বাদী