জিজ্ঞাসা–৮৪৪: আমার ব্যাংক একাউন্টে সুদ বাবদ জমা হয়েছে ৯৭৮৯ টাকা। আবার Source Tax ও Excise Duty বাবদ একাউন্ট থেকে ২৫২২ টাকা কেটে নিয়েছে। এখন আমার প্রশ্ন হল, আমাকে কি সুদ বাবদ ৯৭৮৯ টাকাই দান করে দিতে হবে? নাকি ট্যাক্স বাবদ যে ২৫২২ টাকা কেটে নিয়েছে সুদ থেকে তা বাদ দিয়ে ৯৭৮৯ -২৫২২=৭২৬৭ টাকা দান করলে কি হবে?–Md. Imam Hossain
জবাব: ব্যাংকে যে সুদ/মুনাফা জমা হয় সে টাকা থেকে তৎক্ষণাৎ ১০% বা ১৫% সরকারি কর হিসাবে কেটে নেওয়া হয়। কর কেটে নেওয়ার পর যে নীট সুদ/মুনাফা একাউন্ট হোল্ডারদের একাউন্টে জমা থাকবে তার সবটুকুই সওয়াবের নিয়ত ছাড়া গরীবদের দিয়ে দিতে হবে। অন্যান্য চার্জ বাবদ ব্যাংক যে টাকা কেটে রাখে অথবা সরকার এক্সেস ডিউটি বাবদ আলাদাভাবে যে টাকা একাউন্ট থেকে নিয়ে থাকে তা সুদের টাকা দ্বারা আদায় করা যাবে না; বরং তা একাউন্ট হোল্ডারদের জমাকৃত মূল টাকা থেকেই নেওয়া হয়েছে বলে বিবেচিত হবে। কেননা ব্যাংক একাউন্ট হোল্ডারদেরকে বিভিন্ন সুবিধা প্রদানের বিনিময় হিসাবেই বিভিন্ন চার্জ নিয়ে থাকে। তাই সুদ থেকে ব্যাংকের চার্জ আদায় করা সুদ দ্বারা ফায়দা গ্রহণেরই অন্তর্ভুক্ত। তাই তা জায়েয হবে না। (আল কাউসার, জুন ২০১৯ সুনানে কুবরা, বাইহাকী ৫/৩৫০ বাদায়েউস সানায়ে ৬/৫১৮)
শায়েখ উমায়ের কোব্বাদী