জিজ্ঞাসা–৯৪০: এক লোক সুদের টাকা দিয়ে জমিটি কিনেছেন পরে সেই জায়গায় জামে মসজিদের জন্য জায়গা দিলেন, কিন্তু কাগজে কলমে ওয়াকফ করেন নাই। এখন কি জুমার নামাজ আদায় করা যাবে।–মোঃ মিজানুর রহমান।
জবাব: সুদের টাকা দিয়ে মসজিদের জমি ক্রয় করলে, সেই মসজিদে নামায পড়া মাকরূহ তাহরিমি হবে। (আহসানুল ফাতওয়া ৬/৪৩২
কেননা, রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
إن الله طیّب لا یقبل إلاّ طیبا
নিশ্চয় আল্লাহ পবিত্র। তিনি একমাত্র পবিত্রটাই গ্রহণ করেন…(মিশকাত ২৪১)
তবে উক্ত বক্তি যদি দাবী করে যে, উক্ত জমি সুদের টাকায় ক্রয় করা হয় নি তাহলে উক্ত মসজিদে নামাজ আদায় করা জায়েয হবে। (রদ্দুল মুহতার ১/৪৮৭)
শায়েখ উমায়ের কোব্বাদী
♦ সুদের টাকায় ক্রয়কৃত ত্রাণ কি গ্রহণ করা যাবে?
♦ ব্যাংক থেকে পাওয়া সুদের টাকা দিয়ে সুদী-ঋণ পরিশোধ করা যাবে কি?
♦ হারাম টাকায় কুরবানি এবং সুদের কিস্তি প্রদান থেকে মুক্তির উপায়
♦ পোস্ট অফিসে টাকা রাখলে সুদ হবে কিনা?
♦ সমিতি থেকে টাকা তুলে ইসলামের কাজে ব্যয় করা যাবে কি?
♦ সুদী ব্যাংকে চাকুরিরত বাবার উপার্জিত টাকা দ্বারা ছেলে ব্যবসা করতে পারবে কিনা?