স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলে তৃপ্ত হওয়া হওয়া যাবে কি?

জিজ্ঞাসা–১০৩৮: আমি কাজে বাহিরে থাকি। বিয়ের পর স্ত্রীর সাথে ভিডিও কলে বা ফোন কলে উত্তেজনামুলক কথা বলে নিজেকে তৃপ্ত করা যাবে?–শরিফ।

জবাব: প্রিয় প্রশ্নকারী ভাই, যদি এমনভাবে উত্তেজিত করে যে, হস্তমৈথুন ব্যতীতই তৃপ্ত হয়ে যায় তাহলে বিশেষত ব্যভিচার ও গোপন গুনাহর উদগ্র বাসনা সৃষ্টি হওয়াকে রোধ করার উদ্দেশ্যে ভিডিও অথবা অডিও কলে নিজের স্ত্রীর সাথে কথা বলে অথবা তাকে দেখে যৌনতৃপ্তি লাভ করা জায়েয।

তবে শর্ত হল অন্য কেউ যেন স্বামী-স্ত্রীর আলাপচারিতা শুনতে না পায় অথবা স্ত্রীর শরীরের কোনো অংশ দেখতে না পায় সে ব্যাপারে পুরোপুরি সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলেন,
وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ
(সফল মু’মিন তারা) যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে। তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালংঘনকারী হবে। (সূরা মু’মিনূন ৫-৭)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + one =