জিজ্ঞাসা–১২৫১: স্বপ্নদোষ পরিপূর্ণ ভাবে না হলে, অর্থাৎ কোনো ব্যক্তির যদি স্বপ্নদোষ শুরুর মুহূর্তে ঘুম ভেঙ্গে যায়, সে যদি তাৎক্ষণিকভাবে স্বপ্নদোষ রোধ করতে পারে, কিন্ত পরবর্তী তে স্বপ্নদোষের সামান্য আলামত দেখতে পায় অর্থাৎ পানির মতো সামান্য আঠালো তরল দেখতে পায় তবে তার গোসল ফরজ হবে কিনা? উত্তর জানালে খুব উপকৃত হতাম।–মো আলমগীর হোসেন।
জবাব: প্রিয় প্রশ্নকারী ভাই, স্বপ্নদোষ রোধ করার পর যদি এক আধ ফোঁটা বের হয় তাহলে তাহলে ইমাম আবু ইউসুফ রহ. বলেন, গোসল ওয়াজিব হবে না। আর ইমাম আবু হানিফা রহ. ও ইমাম মুহাম্মাদ রহ. বলেন, গোসল ওয়াজিব হবে। সুতরাং প্রশ্নোক্ত অবস্থায় আপনার জন্য গোসল করে নেয়ার মধ্যেই সতর্কতা বেশি। (ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ ১/১৬৩)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী