স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙ্গে যাবে?

জিজ্ঞাসা–১২০৫: আসসালামু আলাইকুম। হুজুর! রোযা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোযা নষ্ট হয়ে যাবে? এই বিষয়ে বিস্তারিত জানতে চাই।–ফরহাদ হোসাইন।

জবাব: وعليكم السلام ورحمة الله وبركاته

এক. স্বপ্নদোষ হলে রোজার কোনো ক্ষতি হয় না (আদ্দুররুল মুখতার ২/৩৯৬) হাদিসে আছে, আবু সাঈদ খুদরী রাযি. বলেন, নবী করিম ﷺ বলেছেন,

لا يُفْطِرُ مَنْ قَاءَ وَلا مَنْ احْتَلَمَ وَلا مَنْ احْتَجَمَ

তিনটি জিনিস রোজা ভঙ্গের কারণ নয়- বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ। (সুনানে কুবরা, বাইহাকী ৪/২৬৪)

দুই. তবে স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হয়। উম্মুল মুমিনীন হযরত উম্মে সালামা রাযি. বলেন, আবু তালহা রাযি.-এর স্ত্রী উম্মে সুলাইম রাযি. রাসূলুল্লাহ ﷺ-এর নিকট এসে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ তাআলা সত্যের বিষয়ে নিঃসঙ্কোচ। (তো আমার জিজ্ঞাসা এই যে,) কোনো নারীর স্বপ্নদোষ হলে কি তার উপর গোসল ফরজ হয়? উত্তরে আল্লাহর রাসূল ﷺ বললেন,

نَعَمْ, إذَا رَأَتْ الْمَاءَ

হ্যাঁ। যখন সে বীর্য দেখতে পাবে। (সহীহ বুখারী ৩০৯৩)

والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 5 =