জিজ্ঞাসা–১৩৬১: সাহরি খেয়ে নামাজ আদায় করে ঘুমাই, স্বপ্নদোষ হলে রোজা ভেঙ্গে যায় কি?–রাকিব।
জবাব: রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
ثلاثٌ لا يفطِّرنَ الصَّائمَ: الحجامةُ، والقَيءُ، والحُلمُ
তিনটি বিষয় রোজাদারের রোজা ভঙ্গ হয় না। (১) সিঙ্গা লাগান (২) বমি এবং (৩) স্বপ্নদোষ। (তিরমিযী ৭১৯)
والله اعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী