জিজ্ঞাসা–১৮৩৬: হায়েয চলাকালীন স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয় কি?–নাম প্রকাশ করা হয় নি।
জবাব: হায়েয চলাকালীন স্বপ্নদোষ হলে আলাদা গোসল করার প্রয়োজন নেই। কেননা, ফরয গোসল তো পবিত্র হওয়ার জন্য। আর হায়েয চলাকালীন পবিত্র হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং হায়েয শেষ হলে একবারের গোসলই হায়েয ও স্বপ্নদোষ উভয়টি থেকে পবিত্র হয়ে যাবে। (দারুল ইফতা, দেওবন্দ, প্রশ্ন নং 606273)
والله أعلم بالصواب
উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী
শায়েখ উমায়ের কোব্বাদী